বাংলা সিনেমার প্রয়াত কিংবদন্তী অভিনেতা রবি ঘোষের প্রয়াণদিবসে বাংলার আরেক মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জির সামাজিক মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস । বিনোদন প্রতিদিনের পাঠকদের জন্যে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো ।
শুধুমাত্র বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে নয়, তার পাশাপাশি বাংলা নাট্যমঞ্চ এবং টেলিভিশনের দুনিয়াতেও তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর তুলনাহীন রসবোধ গল্পে জুড়ে দিত এক অনন্য মাত্রা। ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘গল্প হলেও সত্যি’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘পদ্মানদীর মাঝি’ – এমন আরও বহু ছবিতে তিনি রেখে গেছেন তাঁর অসাধারণ শিল্পনিদর্শন।
আজ এই মহান অভিনেতার প্রয়াণদিবসে জানাই আমার শ্রদ্ধাবিনীত প্রণাম।
#RememberingRabiGhosh