ভারতের এই সময়ের বলিষ্ঠ এবং জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষের ছিল আজ জন্মদিন। করোনাকালীন এই জন্মদিনটি তিনি এবার পালন করলেন একেবারেই ভিন্নভাবে। প্রথাগত সিস্টেমের বাইরে গিয়ে বন্ধু এবং সিনেমার লোকজনদের ভীড়ে না গিয়ে খোলা যায়গায় পথশিশুদের সাথে তিনি এবারের জন্মদিনের কেক কাটলেন। এটা নিয়ে নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি, সেখানে তাকে পথশিশুদের নিয়ে কেক কাটতে দেখা গেছে।

তিনি তার স্ট্যাটাসে লিখেছে –
আজ আমার জন্মদিন।এবার সেটা একটু অন্য বন্ধুদের সাথে কাটালাম।যাঁরা আজ শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের সবাইকে ভালবাসা।❤️❤️🌼🌼🌼।

মানবিক রুদ্রনীলের জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে রইল লাল সালাম।
https://www.facebook.com/RudranilOfficial/videos/435772084226732