২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ১৯ জনকে ১২ কোটি ১৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। কারা কারা সেই অনুদান পেলেন জানুন ভিডিওতে –
লোকায়ত বাংলার এক কল্পিত লোককন্যাকে নিয়ে তৈরি হয়েছে গানের প্রেক্ষাপট। চান্দে বসত কইরো কইন্যা, চান্দে বাড়ি ঘর, তোমার সনে আমার পিরিত ইহ জনম পর কইন্যা। এমন কথার নতুন এই গানটি নিয়ে ফজলুর রহমান বাবু উচ্ছ্বাসিত। তিনি জানান দর্শক আগের মতই আমার এই গানটিও লুফে নিবে।