কোরবানির পশুর হাটে তারকাদের নামে পশু বিক্রি করার খবর এসেছে গণমাধ্যমে। সেই তালিকায় আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান থেকে শুরু করে চিত্রনায়ক জায়েদ খান, হিরো আলমসহ অনেকেই। তবে মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি।
এক ফেসবুক স্ট্যাটাসে ওমর সানি লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না।’
তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।’