চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার, সংগীত, নৃত্য, কথা, আবৃত্তি, চিত্রসহ সব অঙ্গনের শিল্পী এবং অন্য অনেক পেশার, বয়সের, লিঙ্গের মানুষেরা আজ বিকেল ৪টায়, শাহবাগে পরিমনির ন্যায় বিচাররের আসায় জড়ো হয় । ‘পরীমনির জন্য ন্যায় বিচার চাই’ শীর্ষক নাগরিক সমাবেশ এর আয়োজন করে বিক্ষুব্ধ নাগরিকজন । উক্ত অনুষ্ঠান সফল করার উদ্দেশ্যে ভার্চুয়ালি যুক্ত হন কিছু গুণী মানুষ ।
ভিডিও বার্তা যারা পাঠিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো – ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি – শাহরিয়ার কবির বলেন, শুধু পরিমনি নয় বাংলাদেশের সমস্ত নারীদের বিরুদ্ধে অন্যায়-অত্যাচারিদের মুখোশ উন্মোচন করে ন্যায় বিচার পাওয়ার আশায় সাংবাদিক, প্রেস ও মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা-সুলতানা কামাল- বলেন, মানুষের মর্যাদা রক্ষায় সংবিধান ও আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করার জন্য রাষ্ট্রের সকল শাখার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন চালিয়ে যাবার কথা বলেছেন ।
মানবাধিকার কর্মী ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক- খুশি কবির বলেন, পরিমনির ঘটনার জন্য তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অনতিবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি এবং সেইসাথে অন্যায়ভাবে যাদের ধর-পাকোড় করা হচ্ছে তাদেরও মুক্তির দাবি জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের ডীন – সাদিকা হালিম বলেন, জামিনে হোক বা এমনিই হোক পরিমনিকে যেন মুক্তি দেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান এর শিক্ষক, স্নিগ্ধা রেজয়ানা তীব্র নিন্দা জানিয়েছেন ।
সংগঠক ও নির্মাতা – অপরাজিতা সংগীতা , পরিমনি তো জঙ্গি না যে, তাকে ধরার জন্য অভিযান চালাতে হবে ।
আজকের বিক্ষোভ সমাবেশের মূল উদ্যোক্তা প্রকাশক ও লেখক- রুবিন আনসারি বলেন, সাংস্কৃতিক আন্দোলনকে রুখে দিতেই কিছু মানুষের হিংসার বলি হচ্ছেন দেশের নারীরা । নারী অগ্রগতির পথ বন্ধ করার জন্যই পরিমনি কাণ্ড।
অনুষ্ঠান শেষ করেন বিক্ষোভ সমাবেশের মূল সংগঠক ও গণজাগরণ মঞ্চের সংগঠক আকরামুল হক বলেন, সংবিধান ও আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের আহবান জানাচ্ছি ।