বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন ১৮৪ জন। তাদের মধ্যে সদস্যপদ ফিরে পেয়েছেন ১০৩ জন।
বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এই ১০৩ জন সদস্য আবারও ভোটাধিকারসহ শিল্পী সমিতির অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হলেন।

ইলিয়াস কাঞ্চন জানান, ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজখবর এখনও পাওয়া যায়নি।
পদ হারানোদের পদ ফিরিয়ে দেয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত করা হলো।
পদ ফিরে পাওয়ায় কাঞ্চন-নিপুণ ও তাদের নেতৃত্বের কমিটিকে ধন্যবাদ জানাচ্ছেন শিল্পীরা। তাদের মধ্যে অন্যতম একজন শাবনূর রতন বলেন, ‘নিপুণ আপাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই৷ কাঞ্চন ভাই, রিয়াজ ভাই, সাইমনসহ সবাই আমাদের সদস্যপদ ফিরিয়ে আনার জন্য কষ্ট করেছেন৷ আজ সবাই সদস্যপদ ফিরে পেয়ে আনন্দে কাঁদছে।’ পুরো এফডিসিতে এই খবরে উল্লাস ছড়িয়ে পড়তে দেখা যায়। অনেকেই চোখের পানি ঝরিয়েছেন, অনেকে কাঞ্চন নিপুনের জন্য দু হাত তুলে দোয়া করেছেন।