অভিনেতা আরফান আহমেদ তার অভিনয় গুণে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন। তার অভিনীত নাটকের প্রতি দর্শকের আলাদা আকর্ষণ থাকে। নির্মাতারাও দর্শকচাহিদা বিবেচনা করে তাকে নিয়ে নাটক নির্মাণ করেন। ফলে তাকে সারা বছরই অভিনয়ে ব্যস্ত থাকতে হয়। আজ এই গুনী অভিনেতার জন্মদিন ।
আরফানের অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৫ সালে। তখন তিনি শামসুদ্দোহা তালুকদারের প্রযোজনায় ‘পুরস্কার’ নাটকে অভিনয় করেন। নাটকটি বিটিভিতে প্রচার হয়েছিল।
১৯৯৭ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হওয়ার পর আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় ‘ধূসর প্রাসাদ’ নাটকে অভিনয় করেন তিনি। পরবর্তীতে একই সময়ে আরফান ‘পাথর কুচি’,‘ আবদুল মালেকের ‘হাসি’, ‘আকালি’, ‘শোকানি’সহ আরও কিছু নাটকে অভিনয় করে আলোচনায় আসেন।
অভিনয়ের ব্যস্ততার মধ্যেই ২০০৩ সালের মার্চ থেকে ২০০৭ সালের মে পর্যন্ত অস্ট্রেলিয়ায় প্রবাস জীবনে ছিলেন। ফিরে এসে তিনি অরণ্য আনোয়ার, আল হাজেন, মাহফুজ আহমেদ, সাগর জাহানের সহযোগিতায় আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন।
আরফান আহমেদ রচিত প্রথম নাটক ‘আলো আঁধার’। পরিচালিত প্রথম নাটক ‘সে কথা গোপন ছিল’। জীবনের বাকি সময়গুলোয় অভিনয় করেই কাটিয়ে দিতে চান তিনি।