মাঠের বাইরে নানা বিতর্ক তাঁর পিছু ছাড়েনি কখনোই। মাঠ আর মাঠের বাইরে মিলিয়ে বর্ণিল জীবন তাঁর। এমন এক চরিত্রকে পর্দায় দেখাতে পরিচালকেরা যে আগ্রহী হবেন, তা বলাই বাহুল্য। গত ৪ মার্চ এই অজি কিংবদন্তি ক্রিকেটারের আকস্মিক প্রয়াণের পর তাঁর জীবন নিয়ে মিনি সিরিজ নির্মাণের ঘোষণা এসেছে। মিনি সিরিজটি নির্মাণ করছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি নেটওয়ার্ক নাইন। তাদের ড্রামা বিভাগের উপপ্রধান সিডনি মর্নিং হেলাল্ডকে বলেন, ওয়ার্নের জীবন নাটকীয়তায় ভরা। বাস্তবের ওয়ার্নের মতোই তাঁকে নিয়ে নির্মিত মিনি সিরিজও হবে ‘লার্জার দ্যান লাইফ’ ধরনের। ওয়ার্নের বৈশিষ্ট্য তুলে ধরে তিনি আরও বলেন, তিনি কিংবদন্তি খেলোয়াড়, জাতীয় সম্পদ, আন্তর্জাতিকভাবে অনুকরণীয় এক ব্যক্তিত্ব। একই সঙ্গে তিনি মাস্তান টাইপের, খ্যাপাটে ও আমুদে প্রকৃতির একজন মানুষ।’ ওয়ার্নকে নিয়ে মিনি সিরিজটি ২০২৩ সালে মুক্তি পেতে পারে।
৪ মার্চ ৫২ বছর বয়সে অস্ট্রেলিয়ার সাবেক এই লেগ স্পিনার মারা যান। থাইল্যান্ডের এক অবকাশ যাপনকেন্দ্রে অচেতন অবস্থায় পাওয়া যায় তাঁকে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি। ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন।