বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী বাউল শফি মণ্ডল। লালন সাঁইয়ের গান সবচেয়ে বেশি সংরক্ষণ আছে ওস্তাদ শফি মণ্ডলের কাছে । এ সময়ের অনেক জনপ্রিয় শিল্পীর গুরু ওস্তাদ শফি মণ্ডল। নিজেও গান করে আলাদা পরিচিত পেয়েছেন।
ওস্তাদ শফি মণ্ডল সম্প্রতি কণ্ঠ দিলেন একটি সিনেমার গানে। গানের শিরোনাম ‘মাতাল ঘ্রাণ’। গানটি তিনি গেয়েছেন ‘হায়দার’ সিনেমার জন্য।
রুবেল আনুশ পরিচালিত ‘হায়দার’ সিনেমার জন্য সম্প্রতি গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন শফি মণ্ডল। গানটি লিখেছেন ছবির পরিচালক রুবেল আনুশ নিজেই। এর সুর ও সংগীতায়োজন করেছেন সোহেল রাজ।