জায়েদ খান ওমর সানী কান্ডে মহা বিরক্ত ডিপজল অবশেষে এবার সিনেমা ছেড়ে দেয়ারই ঘোষণা দিলেন। কি বললেন তিনি ? জানুন ভিডিওতে
লোকায়ত বাংলার এক কল্পিত লোককন্যাকে নিয়ে তৈরি হয়েছে গানের প্রেক্ষাপট। চান্দে বসত কইরো কইন্যা, চান্দে বাড়ি ঘর, তোমার সনে আমার পিরিত ইহ জনম পর কইন্যা। এমন কথার নতুন এই গানটি নিয়ে ফজলুর রহমান বাবু উচ্ছ্বাসিত। তিনি জানান দর্শক আগের মতই আমার এই গানটিও লুফে নিবে।