ভাল আছেন সায়রা বানু। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সোমবার এ খবর জানিয়েছেন প্রবীণ অভিনেত্রীর পারিবারিক বন্ধু ফয়সল ফারুকি। ২৮ অগস্ট প্রবল শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এবং উচ্চ মধুমেহ নিয়ে মুম্বইয়ের খারের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউ বিভাগে। তবে কোভিডের কোনও লক্ষ্মণ তাঁর শরীরে দেখায় দেয়নি।
ফারুকি সোমবার নেটমাধ্যমে আরও জানিয়েছেন, এখন শ্বাসকষ্ট নেই সায়রার। বাড়িতে ফিরেছেন। আপাতত বিশ্রামই তাঁর এক মাত্র ওষুধ। তাঁর দাবি, অনুরাগীদের প্রার্থনাতেই এত দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তিনি। তার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞ। যদিও হাসপাতালসূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত প্রবীণ অভিনেত্রী। জটিল করোনারি সিনড্রোমে ভুগছেন তিনি।