সালাউদ্দিন লাভলু, সমসাময়িক সময়ের কিংবদন্তি নির্মাতা। সম্ভবত হুমায়ুন আহমেদের পর এত জনপ্রিয় নাট্য নির্মাতা আমাদের দেশে নেই, যে স্থানটি নিজের দখলে নিয়েছেন সালাউদ্দিন লাভলু। প্রথমে থিয়েটারে আরণ্যক নাট্যদলে গুরু মামুনুর রশিদের সাথে কাজ করেছেন, পরে হয়েছেন বাংলাদেশের বিখ্যাত একজন চিত্রগ্রাহক এবং সব শেষে জনপ্রিয় নির্মাতা। বাংলাদেশের টেলিভিশন নাটকে গত ২০/২২ বছরে তার চাইতে জনপ্রিয় নাটক আর কেউ উপহার দিতে পারেননি। সংখ্যাতেও সেটি অনেক। এইসব দিনরাত্রি, আজ রবিবার, কোথাও কেউ নেই এর পরে বেসরকারি টেলিভিশনের যুগে তার নির্মিত ধারাবাহিক রঙের মানুষ সবথেকে জনপ্রিয় নাটক। অভিযোগ আছে তার রঙের মানুষ নাটককে অনুকরণ করতে গিয়ে হাজার হাজার কমেডির নামে ভাঁড়ামি নাটক নির্মাণ করেছেন বহু নির্মাতা, কিন্তু রঙের মানুষের ধারেকাছে কেউ যেতে পারেননি। হাড়কিপ্টা, আলতা সুন্দরী, গরু চোর, পত্রমিতালী, সার্ভিস হোল্ডার এর বিভিন্ন দৃশ্য এখনও সামাজিক মাধ্যমে সবথেকে বেশি আলোচিত এবং খণ্ডাংশ হিসেবে বেশি শেয়ারকৃত নাম।
সালাউদ্দিন লাভলুর সঙ্গে তার বনানীর অফিসে বসেছিল বিনোদন প্রতিদিন টীম। দীর্ঘ এক ঘন্টার সাক্ষাতকারে তিনি বলেছেন তার নাটক জীবনে হুট করেই চলে আসা এবং তার পরের নানান গল্প। বলেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি হিসেবে তার ভাবনার কথা। রঙ বেরঙের গল্প ১ শিরোণামে সেই সাক্ষাতকারেরই চুম্বক অংশ প্রকাশিত হলো আজ বিনোদন প্রতিদিনের দর্শকদের জন্য। সাক্ষাতকারে সঞ্চালক ছিলেন বিনোদন প্রতিদিনের প্রধান সম্পাদক, নাট্যকার, নির্মাতা শিমুল সরকার। সম্পূর্ণ সাক্ষাতকারটি দেখতে পাবেন এ সপ্তাহেই।