বেঁচে থাকলে আজ তিনি ৭০ এ পা দিতেন। কিন্তু ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি সকালে না ফেরার দেশে চলে গেলেন। ১০ বছর কেটে গেছে তবু ভক্তদের আগ্রহ তাকে ঘিরে বরং বেড়েছে বহুগুণ। তার নানান বানী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা মিম তৈরি করেন। নিজের মনের ভাষা ব্যক্ত করতে হুমায়ূন ফরীদির কাছে যেন তাদের এই আশ্রয় নেয়া। কেমন সেই দৃশ্যগুলি? কোন বানীগুলো নিয়ে ভক্তদের এতো আগ্রহ! সব বানীই কি তার নাকি ভক্তদের ভালবাসা আর মনগড়াও কিছু রয়েছে? সেসব নিয়েই পাঠক দর্শকদের জন্য হুমায়ূন ফরীদির জন্মদিনে একটি বিশেষ ভিজ্যুয়াল স্টোরি। চলুন দেখে নেয়া যাক সেই গল্পটি।