বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান ও পরিকল্পনা বিভাগের পরিচালক হিসেবে পুনরায় ৩ বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন জগদীশ চন্দ্র এষ। এর আগে গত দুই বছর এই দ্বায়িত্ব পালন করেছেন তিনি। তার সফলতার পুরস্কার হিসেবেই এই পুনঃনিয়োগ বলে জানা গেছে। জগদীশ এষ গত দুই বছরে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের নানান পরিবর্তন এনেছেন। সেট লাইটে একটা দৃশ্যমান পরিবর্তন দেখতে পেয়েছেন দর্শক। বিশেষ করে গত এক বছরেরও বেশি সময়ের করোনা চলাকালীন সময়ে জনস্বাস্থ্য বিষয়ক একাধিক নিয়মিত মান সম্পন্ন অনুষ্ঠান তার পরিকল্পনা ও তত্বাবধানে নির্মিত হয়েছে। দীর্ঘদিন রাশিয়া প্রবাসী জগদীশ এর আগেও বিটিভি সহ বিভিন্ন চ্যানেলে বহু অনুষ্ঠান নির্মাণ ও পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান ও পরিকল্পনা বিভাগের পরিচালক হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় বিনোদন প্রতিদিন টীম জগদীশ চন্দ্র এষের সাক্ষাৎকার নিয়েছেন । সাক্ষাৎকারে তিনি বিটিভি’র বর্তমান অবস্থা এবং আগামীতে যে পরিবর্তন দেখা যাবে বিটিভিতে সে সব কিছু নিয়ে বলেছেন । জানিয়েছেন বিটিভির ভিশন ২০৪১ এর কথা । বিটিভিকে পুনরায় আগের মত জনপ্রিয় করতে তার আগামী তিন বছরের পরিকল্পনা ও প্রাসঙ্গিক অনেক কিছু নিয়ে পুরো সাক্ষাৎকারটি প্রকাশিত হলো আজ বিনোদন প্রতিদিনের দর্শকদের জন্য । সাক্ষাৎকারের সঞ্চালক ছিলেন বিনোদন প্রতিদিনের প্রধান সম্পাদক, নাট্যকার, নির্মাতা শিমুল সরকার।