আজ বিজয় দেবরাকোন্ডার জন্মদিন । ‘অর্জুন রেড্ডি’খ্যাত দক্ষিণ ভারতীয় এ অভিনেতা ১৯৮৯ সালের ৯ মে তেলেগু টেলিভিশন পরিচালক দেবরাকোন্ডা গোবর্ধন রাও ও দেবরাকোন্ডা মাধবীর ঘরে জন্মগ্রহণ করেন । আজ ৯ মে বিজয় পা রাখলেন ৩২-এ ।
২০১১ রবি বাবুর ‘নুভভিল’ চলচ্চিত্রে যাত্রা শুরু হয় বিজয়ের। ক্যারিয়ারের শুরুতে তেমন সাড়া পাননি বিজয়। বেশ কয়েকটি ছবি ফ্লপ করেছিল। একসময় বিজয়ের সঙ্গে পরিচয় হয় সহকারী পরিচালক নাগ আশ্বিনের, যিনি বিজয়কে ‘যেবাদে সুব্রামানিয়াম’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্র দেন। ছবির মূল চরিত্রে ছিলেন নানি, বিজয়ের অভিনয়ও দারুণ আলোচিত হয়। এরপর ২০১৬ ‘পেল্লি চুপুলু’ হিট হয়। তারপর ২০১৭ সালে সন্দীপ ভাঙ্গা বিজয়কে নিয়ে বানান ‘অর্জুন রেড্ডি’। সেই ছবি রীতিমতো ইতিহাস তৈরি করে। রাতারাতি তেলেগু সিনেমার সুপারস্টার বনে যান বিজয়।