ভরা যৌবন ৩২ পা রাখলো আজ দেশনাটক। সুস্থ সংস্কৃতি চর্চা আর হাজার বছরের বাঙালি সংস্কৃতির অন্যতম ধারক হয়ে দেশনাটক বেঁচে থাক অগ্রপথিক হয়ে হাজার বছর। আজকের এই দিনে দেশনাটকের অকালপ্রয়াত ইশরাত নিশাতের আত্মার শান্তি কামনা করছি। শুভেচ্ছা জানাচ্ছি দেশনাটকের সকল কর্মীকে। শুভ জন্মদিন দেশনাটক।