সবার জল্পনায কল্পনায় ছিলো ঢালিউডের আদর্শ পরিবারে আছড়ে পড়লো বুঝি ভাঙনের ঢেউ! সানী নিজেও জানিয়েছিলেন- একঘরে থেকেও তার বনবাস জীবনের কথা! অবশেষে গত দুই ঘন্টা আগে, রাত ১ টার দিকে এলো এই মহা সুখবরটি একটি স্থিরচিত্রের মাধ্যমে। যেখানে এক টেবিলে দেখা মিললো সানী-মৌসুমী দম্পতিকে। সঙ্গে ছিলেন ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরাও।
ওমর সানী ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে শেয়ার করেছেন এই মহা আনন্দের ছবিটি। ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।
